Make Up Combo Set | মেকাপ কম্ব সেট


Make up combo Offer BD


মেকআপ করতে কি কি লাগে

মেকআপ করতে আপনার ত্বকের ধরণ, পছন্দ এবং মেকআপের ধরণের উপর নির্ভর করে বিভিন্ন প্রোডাক্ট লাগতে পারে। তবে, কিছু মৌলিক জিনিসপত্র সকলের জন্য প্রয়োজনীয়, যেমন:

ঘরে বসে মেকআপ করার নিয়ম

আমরা সবাই মেকআপ ব্যবহার করতে পছন্দ করি এবং মেকআপ ছাড়া একটা মেয়ে বাড়ির বাহিরে যাবে এই সময়ে ভাবাই যায় না – মানুষ সৌন্দর্যের পূজারী । সৌন্দর্যকে হাইলাইট করার জন্য মেকআপ করাই যায় – কাজল কালো চোখ, গালের গোলাপি আভা এবং লিপিস্টিক রাঙানো ঠোঁট দেখতে সত্যি সুন্দর লাগে । তাই আর দেরি না করে, চলুন দেখে নেই ঘরে বসে মেকাপ করার নিয়ম এবং ব‍্যবহার সম্পর্কে।

ধাপ 1: ত্বক পরিষ্কার এবং প্রস্তুত করুন

ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—ত্বকের যত্নের প্রধান সূত্র। এ সূত্র মানলেই পাওয়া যায় স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক।

মুখে সবসময় ময়লা জমে থাকে তাই মুখে মেকআপের পূর্বে অবশ্যই সেগুলো পরিষ্কার করতে হবে । মুখ থেকে ময়লা এবং তৈলাক্ততা দূর করার জন্য ক্লিনজিং ভালো কাজ করে । তার জন্য

আপনার পছন্দের ফেসওয়াশ বা ক্লিনজার মুখে লাগিয়ে ফোম তৈরি করে নিন, এরপর মুখে ভালোভাবে মেসেজ করুন তারপর ধুয়ে ফেলুন ।

স্কিন পরিষ্কার করার পর টোনিং করতে হয় এটি বেশ গুরুত্বপূর্ণ একটি ধাপ – এর মাধ্যমে স্কিনের পোরস বন্ধ করা হয় যাতে বাইরে থেকে ময়লা ঢুকতে না পারে । টোনিং করার জন্য আপনার পছন্দের যেকোন টোনার কয়েক ফোটা হাতে বা কটন বলে নিয়ে ট্যাপ ট্যাপ করে মুখে লাগাতে হবে ।

আপনার তোকে ধরুন অনুযায়ী যেকোনো ভাল ব্র্যান্ডের ময়েশ্চারাইজার মুখে ভালোভাবে লাগিয়ে আলতোভাবে মেসেজ করে নিন ত্বকে দীর্ঘস্থায়ী আর্দ্রতা পৌঁছে দেওয়া আর শুষ্কতা কমানোর জন্য মাখুন পন্ড’স লাইট ময়শ্চারাইজার নন-অয়েলি ফ্রেশ ফিল উইথ ভিটামিন ই+গ্লিসারিন/ Ponds Light Moisturiser Non-Oily Fresh Feel With Vitamin E + Glycerine।

ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং পাওয়া যায় স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক।
ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং

ধাপ 2: প্রাইমার ব্যবহার করুন

প্রাইমার মুখে মেকআপের একটি লেয়ার তৈরি করে এবং মেকআপটাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে । আপনার ত্বকের ধরানো অনুযায়ী প্রাইমার বেছে নিন।

তৈলাক্তের ত্বকের জন্য ম্যাটিফাইং অথবা স্যালিসাইলিক অ্যাসিড (salicylic acid) বেইজড প্রাইমার। শুষ্ক ত্বকের জন্য জেল বেইজড প্রাইমার এবং আপনার ত্বক যদি সেনসিটিভ হয়ে থাকে, তবে ওয়াটার বেইজড প্রাইমার ইউজ করতে পারেন ।

সামান্য পরিমাণে প্রাইমার নিয়ে মুখের বিভিন্ন অংশে লাগিয়ে নিন। এবার আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে ত্বকে লাগান। একইভাবে কপাল এবং ঘাড়ে প্রাইমার ম্যাসাজ করে লাগান।

প্রাইমার মেকআপটাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে
প্রাইমার

ধাপ 3: ফাউন্ডেশন

ফাউন্ডেশন এবং প্রাইমার অব্যশই যেন একই বেইজের হয়। যদি প্রাইমার ওয়াটার বেইজড হয়, তবে ওয়াটার বেইজড ফাউন্ডেশন ব্যবহার করতে হবে – সেই সাথে লক্ষ রাখতে হবে ফুল কভারেজ ফাউন্ডেশন কিনা।

ফাউন্ডেশন পুরো মুখে আর গলায় ফোঁটা ফোঁটা করে লাগান। তারপর ব্রাশ বা ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে আউটওয়ার্ড স্ট্রোক করে অর্থাৎ কানের দিকে ব্লেন্ড করতে শুরু করুন। এভাবে ব্লেন্ড করলে নিখুঁত মসৃণ বেস পাবেন।

এখন বাজারে সবধরনের সেডের ফাউন্ডেশন পাওয়া যায় এবং ত্বকের সঙ্গে মানানসই , তাই আপনার ত্বকের উপযোগী সঠিক শেড বেছে নিতে পারেন ।

ফাউন্ডেশন এবং প্রাইমার অব্যশই যেন একই বেইজের হয়।
ফাউন্ডেশন

ধাপ 4:কনসিলার ব্যবহার করুন

কনসিলার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে – লিকুইড এবং কম্প্যাক্ট। আপনি যদি লাইট কভারেজের Makeup পছন্দ করে তাহলে আপনি লিকুইড কনসিলার ব্যবহার করতে হবে।

তবে আপনি যদি হেভি লুক চান সেক্ষেত্রে কম্পেক্ট টাইপের কনসিলার ব্যবহার করতে পারেন। তাই আপনার ত্বকের জন্য পারফেক্ট শেড অনুযায়ী দুই ধরনের কনসিলার বেছে নিতে পারেন।

  1. আপনার ত্বক শেডের মেচ করে,
  2. আপনার ত্বকের ডার্ক স্পট রিমুভ করে।
কনসিলার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে - লিকুইড এবং কম্প্যাক্ট।
কনসিলার

ধাপ 5: আই মেকআপ

আই মেকআপ সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দের উপর – আপনি স্মোকি টাচ রাখবেন নাকি আই মেকআপ হবে ন্যুড, সেই মতো মেকআপ করতে হবে আপনাকে ।

স্মোকি আই যেকোনো সাধারণ মেকআপ লুককে মুহূর্তের মধ্যেই আকর্ষণীয় করে তোলে ।

কাজল ও বেসিক আই লাইনার লাগাতে ভুলবেন না, মাস্কারা দিয়ে আইলেস হাইলাইট করুন ।

ঠোঁটে পছন্দের শেড লাগান – ন্যুড শেডও লাগাতে পারেন আপনাকে অনেক সুন্দর লাগবে দেখতে ।

স্মোকি আই যেকোনো সাধারণ মেকআপ লুককে মুহূর্তের মধ্যেই আকর্ষণীয় করে তোলে
আই মেকআপ

ধাপ 6: সেটিং স্প্রে

এত কষ্ট করে মেকাপ করছেন সেই মেকআপ ধরে রাখতে সেটিং স্প্রে খুবই গুরুত্বপূর্ণ । সব ধরনের ত্বকের জন্য সেটিং স্প্রে রয়েছে। তাই আপনার ত্বকের জন্য পারফেক্ট সেটিং স্প্রে সিলেক্ট করে নিন।

সেটিং স্প্রে মুখ থেকে একটু দূরে রেখে দুই থেকে তিনবার স্প্রে করে নিতে ভুলবেন না । তবে মনে রাখবেন স্প্রে করার সময় আপনার চোখ বন্ধ করতে হবে । একটি ভাল মানের সেটিং স্প্রে 8-10 ঘন্টা পর্যন্ত মেকআপ ধরে রাখতে পারে ।

সেটিং স্প্রে Apply
সেটিং স্প্রে

মেকআপ তোলার সহজ পদ্ধতি

মেকআপ করতে আমরা সবাই ভালো বাসি, কিন্তু মেকআপ তোলাতে আমাদের যত আলসেমি। ঠিক ভাবে মেকআপ না তোলার ফলে আমাদের ত্বক কুঁচকে যায়, লোমকূপ মোটা হয়ে যায়, নষ্ট হয়ে যায় ত্বক। কতক্ষণ রাখা যায় মেকআপ এবং মেকআপ তোলার সঠিক নিয়ম জানুন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীনের কাছ থেকে

জীবনের প্রয়োজনে আমাদের অনেক লম্বা সময় মেকআপ Carry করতে হয়, তবে চার থেকে পাঁচ ঘন্টার বেশি মেকআপ রাখা উচিত নয় ।

#1 ড্রাই স্কিন:

সবচেয়ে কম সময়ে মেকআপ তুলতে ব্যবহার করতে পারেন নারিকেল তেল । অবশ্যই পিওর হতে হবে এক্ষেত্রে – Swan Brand এর হাঁসমার্কা নারিকেল তেল অথবা প্যারাসুট ১০০% বিশুদ্ধ নারিকেল তেল নিতে পারেন ।

নারিকেল তেল খুব ভালোভাবে আপনার মুখে মেসেজ করুন ২০ থেকে ৩০ সেকেন্ড তারপর কটন বা টাওয়েল কুসুম গরম পানিতে বা নরমাল পানিতে ভিজিয়ে মুছে ফেলতে পারেন এরপর আপনার পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিন ।

#2 অয়েলি স্কিন:

যাদের অয়েলি স্কিন তারা কিভাবে মেকাপ রিমুভ করবেন তারা অনেকেই অয়েল ব্যবহার করতে পারেন ,আর যদি মনে হয় অয়েল আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে এলার্জিঠিক হয়ে যাবে, ব্রণ উঠে যাবে তাহলে আপনি অবশ্যই লোশন বা ক্রিম প্যাটার্নের মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন ।

এটি তেলাক্ত ত্বকের ব্যালেন্স নষ্ট হতে দেয় না । আপনি ক্রিম খুব ভালো করে মেসেজ করে মেকআপ তুলতে পারেন । ত্বক যদি অতিরিক্ত তেলাক্ত হয় তাহলে ব্যবহার করুন জেল রিমুভার । এতে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকবে ।

#3 মিশ্র ত্বক

আপনার ত্বক যদি মিশ্র হয় তাহলে আপনি তেল, ক্রিম অথবা জেল ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো লাগে তবে বেবি অয়েল টা সবচেয়ে ভালো কাজ করে মিশ্র এবং সেনসিটিভ ত্বকের জন্য ।

যেকোনো ধরনের তেল লোশন ক্রিম ব্যবহার করেন না কেন সেটি আপনার স্কিন থেকে ১০০% চলে গেছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আপনি অবশ্যই সাদা টাওয়েল টিস্যু দিয়ে চেক করতে পারেন ।

মেকআপ তোলার পদ্ধতি

Feedback

আমি তানিশা - আমার ত্বকের ধরন অনুযায়ী আমাকে একটা মেকআপ কম্ব সেট দিয়েছেন
তানিশা সুলতানা

হ্যালো, আমি তানিশা আমি একজন কর্মজীবী আমাকে বাহিরে যেতে হয় এর জন্য আমার মেকআপ এর প্রয়োজন হয় মনীষা আপা আমার ত্বকের ধরন অনুযায়ী আমাকে একটা মেকআপ কম্ব সেট দিয়েছেন খুব রিজিনেবল প্রাইসে – আপাকে অসংখ্য ধন্যবাদ ।

feedback from students মনিকা
মনিকা 

আমি মনিকা একজন স্টুডেন্ট আমার ড্রাই স্কিন আপা আমার ড্রাই স্কিনের জন্য পরামর্শ দিয়েছেন কিভাবে মেকআপ করতে হবে এবং আমাকে স্টুডেন্ট বাজেটের মেকাপ বক্স দিয়েছেন থ্যাঙ্ক ইউ আপা ভালো থেকো